বিএনপিকে দুর্বল করার চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-25 16:28:11

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে দুর্বল ও বিভক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু তারা (সরকার) তা পারবে না।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, 'অনেক চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। চক্রন্ত করা হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত এটা তারা (সরকার) করতে পারেনি, এর আগেও চেষ্টা করেছে।’

‘আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোনোদিনই তারা (সরকার) সেটা পারবে না। যতোবার বিপর্যয় এসেছে, ততোবার বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে।'

তিনি বলেন, ‘মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানব সরকারকে সরাতে হবে। তারা গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে বিপন্ন করছে। আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে পরাজিত করতে হবে।'

মিলাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।

এ সম্পর্কিত আরও খবর