হাতিয়ার উন্নয়নে সরকার আন্তরিক: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-30 02:09:30

হাতিয়ার উন্নয়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, 'হাতিয়ার উন্নয়নে সরকার আন্তরিক। নলচিরা ঘাটে পন্টুন ও নদী ভাঙন রোধে পদক্ষেপ নেয়া হবে।'

রোববার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মেঘনা তীরবর্তী নলচিরা ঘাট ও নদী ভাঙন এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, এমপি আয়েশা ফেরদৌস, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন প্রমুখ।

এ সময় হাতিয়ার এমপি আয়েশা ফেরদৌস বলেন, 'নলচিরা ঘাটের অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ। বিআইডবব্লিউটিএ’র কর্মকর্তারা কয়েকবার পরিদর্শন করেছেন। কিন্তু ঝুঁকি থাকায় পন্টুন স্থাপন সম্ভব হয়নি।'

দুপুরে দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এ সম্পর্কিত আরও খবর