সরকার জনগণের কাছে আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।
সোমবার (০৮ জুলাই) বিকেলে ৪ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, বর্তমানে সরকার জনগণের কাছে আস্থা হারিয়েছে। তারা নিজেরাই আস্থাহীনতায় ভুগছে, ফলে আন্দোলনকারীরা পিছু হটছেন না। জনগণের মনের কথা না বুঝে পদক্ষেপ নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নিজ অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে, এটি উত্তর জনপদের মানুষের প্রাণের দাবি বলে উল্লেখ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের মেঘা প্রকল্প হতে পারে তিস্তার পানিচুক্তি ও নিজ অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন।
শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষকদের পেনশন স্ক্রীমের আন্দোলন যৌক্তিক বলে মনে করেন জাপা চেয়ারম্যান। তাই তাদের এ আন্দোলনে জাতীয় পার্টি একমত বলে জানান।
এসময় রংপুরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।