জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও মাইলস ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ (৬৩) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শোকবার্তায় জিএম কাদের বলেছেন, শাফিন আহমেদের মতো প্রতিভাবান শিল্পীর অকাল মৃত্যু বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহসাই পূরণ হবার নয়।
উল্লেখ্য, বাংলাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বরেণ্য সুরকার কমল দাশগুপ্তের ছেলে বহু জনপ্রিয় গানের গায়ক শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কনসার্টের উদ্দেশ্যে গিয়ে সেখানে শো এর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে নেওয়ার পর তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৫ জুলাই বাংলাদেশ সময় ৬.৫০টায় মারা যান।