উন্নয়নে ত্রুটি থাকলে বিরোধিতা করবো: মেনন

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 15:50:40

সরকারের উন্নয়ন ও অগ্রগতির কাজে সমর্থন জানানোর পাশাপাশি কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোর বিরোধিতা করবেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (৩০ জানুয়ারি) বিকালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে একথা বলেন সাবেক এই মন্ত্রী।

স্পিকারকে অভিনন্দন জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ সংসদের সদস্য নির্বাচিত হয়ে একদিকে যেমন আনন্দ, সঙ্গে সঙ্গে বিব্রতও হই। প্রতিদিনই শুনতে হচ্ছে সংসদে আপনাদের অবস্থান কী হবে?’

‘আওয়ামী লীগের মিটিংয়ে প্রধানমনন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন, সরকারে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। এটা অত্যন্ত যৌক্তিক। আমাদের প্রতিদিনই শুনতে হচ্ছে আপনারা কেন বিরোধী দলের আসনে গিয়ে অবস্থান নিচ্ছেন না। এমন প্রশ্নের সন্মুখীন হতে হবে চিন্তাও করিনি। সরকার থেকে একটি সিদ্ধান্ত দিয়ে বলা হচ্ছে এটি মেনে চলতে হবে।’

স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই সংসদে যখন যোগদান করেছি, তখন বলেছি সকল উন্নয়নমূলক কাজ ও অগ্রগতির ক্ষেত্রে শুধু সমর্থন জানাবো তা নয়; সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সরকারে যে ত্রুটি বিচ্যুতি থাকবে, যেগুলোর বিরোধিতা করা প্রয়োজন, সেটা অবশ্যই বিরোধিতা করব।’

তিনি বলেন, ‘এর আগে পঞ্চদশ সংশোধনীর বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। বিশেষ করে রাষ্ট্রধর্ম ও আদিবাসী প্রসঙ্গে। এবারও একইভাবে উন্নয়নমূলক কাজ কেবল নয় দেশকে এগিয়ে নেওয়া ও অস্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের সমর্থন যেমন থাকছে এক সঙ্গে যেগুলো ব্যতয় বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এসব ক্ষেত্রে সরাকরি কার্যক্রমের সাথে যদি কোনো ব্যতয় থাকে, অবশ্যই সেগুলো নিয় কথা বলব।’

বিরোধী দল জাতীয় পার্টিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিরোধীতার প্রশ্নে আমাদের সমর্থন থাকবে। আমরা সবাই মিলে একত্রে এগিয়ে যাব।’

এ সম্পর্কিত আরও খবর