জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের সাথে বৈঠকে যোগ দিতে গেছেন।
সোমবার (০৫ আগস্ট) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ কারণে জাতির উদ্দেশে ভাষণ দুপুর ২টার পরিবর্তে বিকাল ৩টায় করা হয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের প্রায় সব জেলায় হামলা-সংঘর্ষের ঘটনার পর দেশে কারফিউ জারি রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান ভাষণের আগ পর্যন্ত দেশের জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।