‘উপজেলা নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী থাকবে না’

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-25 16:27:52

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। উপজেলায় বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।’

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘দশটি বছর চলে গেছে তারা আন্দোলন করতে পারেনি। আন্দোলন করতে পারেনি মানে, তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এ অবস্থায় জনগণ কেন বিএনপির ডাকে রাস্তায় নামবে।’

তিনি আরও বলেন, ‘ব্রিটেনের প্রধানমন্ত্রী, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও অভিনন্দন জানিয়েছে। এ অবস্থায় বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে।’

কাঁচপুরের দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ সম্পর্কে কাদের বলেন, ‘প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুটি সেতু আগামী জুন জুলাইয়ে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর