'ঐক্যফ্রন্টের' অনেকেই সরকারের টাকায় নির্বাচন করেছে: কর্নেল অলি

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 00:25:46

বিরোধী দল তথা ঐক্যফ্রন্টে থেকেও অনেকেই সরকারের কাছে থেকে টাকা নিয়ে নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।

তিনি বলেছেন, 'কে কিভাবে নির্বাচিত হয়েছেন আমার কাছে শতভাগ তথ্য আছে। বিএনপি হোক আর জাতীয় ঐক্যফ্রন্ট হোক কেউ যেন শপথ গ্রহণ না করে। আমরা আশা করবো, ১৬ কোটি মানুষের সঙ্গে যেন বেইমানি করা না হয়।'

শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও এলডিপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ‘ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্টের কেউ শপথ গ্রহণ করবে না। আমরা আশা করবো, যারা যেভাবে হোক নির্বাচিত হয়েছেন। আমাদের কাছে তথ্য আছে, অনেকেই বিরোধী দলে থেকেও সরকারের কাছে থেকে টাকা নিয়ে নির্বাচন করেছে। আমার কাছে ১০০ পার্সেন্ট সত্য তথ্য আছে। ভালো ভালো বক্তব্য রাখেন। ভালো ভালো মিটিং করে ঐক্যজোটের কথা বলেন। কিন্তু তারা, ১০ তারিখের পরে সরকারের গোয়েন্দা বাহিনীর সঙ্গে বসে নির্বাচনের খরচাপাতি সব গ্রহণ করেছেন।'

তিনি আরও বলেন, 'বিরোধী দলের আমরা কেউ এই নির্বাচনের ফলাফল মেনে নিই নাই। আমরা পরিষ্কারভাবে বলছি। আমরা এলডিপির পক্ষ থেকেও বলেছি, জাতীয় ঐক্যফ্রন্ট হোক আর বিএনপি হোক তারা যদি এমপি হওয়ার শপথ গ্রহণ করে তাহলে তারা ১৬ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করবে। ৫০ হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে তাদের সঙ্গে প্রতারণা করবে। এছাড়া যারা মৃত্যুবরণ করেছে, জেলে আছে তাদের সঙ্গে বেইমানি করবে। যারা জেলে আছে মামলা হয়েছে শুধুমাত্র আমাদেরকে এমপি করার জন্য জেলে গিয়েছে। সুতরাং তাদের সঙ্গে যেন কখনো বেইমানি করা না হয়।'

এ সম্পর্কিত আরও খবর