বঙ্গবন্ধুর স্বপ্নের সমাজ গড়ার আহ্বান ড. কামালের

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 05:13:24

২০২১ সালকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শের সমাজ, স্বপ্নের সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন।

তিনি বলেন, 'আজ কোনো বিরোধের কথা বলতে চাই না, ঐকমত্যের কথা বলতে চাই। জনগণ ক্ষমতার মালিক। এটা কোনো বক্তৃতার কথা না। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা, সংবিধানের মাধ্যমে লিখে স্বাক্ষর করে গেছেন। যেটা জাদুঘরে রাখা আছে।'

রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, 'সাইফউদ্দিন আহমেদ মানিক যে স্বপ্ন দেখেছেন, উনি প্রগতিশীল রাজনীতি করেছেন। কিন্তু যে স্বপ্ন তুলে ধরেছি, সেটা আমার মাথা থেকে না, এজন্য বলছি যে, কামাল হোসেনের নেতৃত্বে, প্রশ্নই উঠে না। এটা বঙ্গবন্ধুর কথা। যেটা ৭২ এর সংবিধানে আপনারা পাবেন।’

তিনি বলেন, 'মালিক যেমন অধিকার ভোগ করে, তেমনি তার দায়িত্বও থাকে। রাষ্ট্রের ক্ষমতার মালিক থাকলে ভোগ করবেন, ভালো, আপনার দায়িত্বও আছে। সরকারকে দায়িত্ব দেওয়া আছে, নাগরিকদেরকেও দায়িত্ব দেওয়া আছে।’

ড. কামাল বলেন, 'দুই বছর পর স্বাধীনতার ৫০ বছর হবে। এখন থেকে সবাইকে সতর্কভাবে, সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। এখন যে সরকারই এখানে দায়িত্ব ভোগ করবে তারা যেন সংবিধানের ভিত্তিতেই দায়িত্ব নেয় এবং সংবিধানে যে দায়িত্ব আছে তারা যেন তা পালন করে।’

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মফিজুর ইসলাম খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহম শফিক উল্লাহ, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির হোসেন খান, জগলুল হায়দার আফ্রিক, গণফোরামের নেতা মেজর জেনারেল(অব.) আমসা আমিন, দফতর সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর