বিএনপি’র রূপরেখা দেখার অপেক্ষায় আছি : কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-20 18:30:34

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন না। রূপরেখা দেবে বিএনপি। তারা কী রূপরেখা দেয় সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। রোববার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অধিকার। তবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের কিছু করার নেই। বিএনপি নেতাদের বক্তব্য হলো, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। অথচ রংপুর সিটি করপোরেশনের মতো জায়গায় ইসি নিরপেক্ষ নির্বাচন করেছে। এরপরও যদি ইসিকে নিরপেক্ষ মনে না হয় তাহলে আমাদের কী করার আছে? তিনি বলেন,সম্প্রতি অনুষ্ঠিত দুই সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দল দুটিতেই হেরেছে। এটা কি প্রমাণ করে না বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। তাছাড়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংবিধান পরিষ্কার করে দিয়েছে। তাই আগামী সংসদ নির্বাচন নিয়ে সংলাপের সুযোগ নাই। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বলার জন্য বিএনপি নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। কে, কার চেয়ে বেশি বলতে পারে। কেউ বলছে নিরপেক্ষ সরকার, আবার কেউ বলছে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তারাই আগে ঠিক করুক তাদের দাবি কী? অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই একই উপায়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন কাদের।

এ সম্পর্কিত আরও খবর