চুয়াডাঙ্গায় দুটি মন্দিরে ঢেউটিন দিল জামায়াত

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-09-12 09:01:00

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দাসপাড়া ও গোপালপুর মন্দিরে ঢেউটিন প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন নিজস্ব অর্থায়নে এই ঢেউটিন প্রদান করেন। সন্ধ্যায় সরেজমিনে জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দাসপাড়া ও গোপালপুর মন্দিরে উপস্থিত হয়ে ৬ বান ঢেউটিন প্রদান করেন তিনি। এতে সনাতনী ধর্মের ভক্তবর্গ সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক বাসুদেব হালদার, দাসপাড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি মিলন দাস, সেক্রেটারি সুবাস দাস প্রমুখ।

দাসপাড়া মন্দির পরিদর্শনকালে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের পূজা অর্চণা করবেন, কেউ বাঁধা দিবে না। আপনারা কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মাকর্তাদের বলব, আপনাদের ক্ষেত্রে যেন সংখ্যালঘু শব্দটি ব্যবহার না করা হয়, আমরা সবাই বাংলাদেশি।’

তিনি বলেন, ‘আমার যদি কথা বলার অধিকার থাকে, তবে আপনাদেরও তা আছে। আমাদের ছোট্ট এই দেশকে নিয়ে অনেক চক্রান্ত চলছে। আপনারা নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করবেন, আমরা আপনাদের গায়ে একটা আচড়ও লাগতে দেব না। কেউ যদি আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে ভূমিকা রাখব।’

এছাড়াও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন হিন্দু সম্প্রদায়ের মানুষের সুবিধা-অসুবিধাসমূহ শোনেন এবং বর্তমান পরিস্থিতিতে তাদের যে কোনো সমস্যায় পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে, মন্দির উন্নয়নে ঢেউটিন বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব কিশোর কুমার কুণ্ডু।

এ সম্পর্কিত আরও খবর