পথহারা পথিকের মতো কিংকর্তব্যবিমূঢ় বিএনপি: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-06-20 00:41:10

পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি এখন কিংকর্তব্যবিমূঢ় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির নির্বাচনে অংশ নেয়া গণতান্ত্রিক অধিকার। তবে নির্বাচনে আসা না আসা তাদের বিষয়।'

বিএনপি নেতারা সিদ্ধান্তে ঐক্য নেই উল্লেখ করে তিনি বলেন, 'তারা নিজেদের মধ্যে একটা সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হতে পারে না। একেকজন এক সিদ্ধান্তে চলে। নিজেরা নিজেদের মধ্যে ভাঙ্গনের সুর তুলে ধরছেন। তাই বিএনপি ছত্রভঙ্গ হয়ে দিশেহারা হয়ে পড়ছে।'

ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর আওয়ামী লীগে যোগ দেবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'এটা তাদের বিষয়। এ নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। তবে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছে তারা এলাকার মানুষের কাছে চাপে আছেন। তারা সংসদে না আসলে চাপে থাকবে এটা সত্য।'

বিএনপি উত্তর সিটি করপোরেশন মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি এতে করে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সিটি করপোরেশন মেয়র প্রার্থী না দিলেও বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটার প্রমাণ হচ্ছে তাদের কাউন্সিলর প্রার্থীদের প্রস্তুতি। নির্বাচন করার জন্য তারা এলাকায় যোগাযোগ করে যাচ্ছেন।'

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর