প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যমুনায় জামায়াতের আমির

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-10-05 15:53:54

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ একটি প্রতিনিধি দল।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ৩টা ২০ মিনিটে যমুনায় প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের নেতৃত্বে ৬ সদস্যর প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন বাদে নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তিনি ১ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ছয়টি সংস্কার কমিশন গঠনের কথা জানান।

এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনে ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর