সংরক্ষিত আসনে আ'লীগের লিপি বাদ, লাভলী যুক্ত

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:10:13

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন শিরিনা নাহার লিপি। তার পরিবর্তে টাঙ্গাইল থেকে মনোনয়ন পেয়েছেন মমতা হেনা লাভলী। তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শিরিনা নাহার লিপির বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

গত শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ৪১ জনের নাম চূড়ান্ত করে সংরক্ষতি আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। সে তালিকায় খুলনা থেকে শিরিনা নাহার লিপির নাম থাকায় স্থানীয় আওয়ামী লীগে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

লিপির স্বামী আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল সাবেক ছাত্রদল নেতা। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।

এদিকে, সোমবার (১১ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সম্পর্কিত আরও খবর