‘ভোট ডাকাতদের গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে না’

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 08:06:25

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘ঐক্যফ্রন্ট আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করবে। তবে ভোট ডাকাতির সঙ্গে যারা জড়িত তাদের বাদ দিয়ে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।’

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে পুর্ব ঘোষিত গণশুনানির প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে সরকার বিরোধী এই জোটটি (ঐক্যফ্রন্ট) নির্বাচন প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ সরকার ভোট ডাকাতি করে নির্বাচনের ফল নিজেদের করে নিয়েছে।

গণশুনানিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে রব বলেন, ‘এখানে কোনো রেস্টিকশন রাখছি না আমরা। যারা ভোটের সময় আহত হয়েছে, সারাদেশে আমাদের প্রার্থী থেকে শুরু করে ভোটার, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ভোট ডাকাতির সঙ্গে যারা জড়িত তাদের বাদ দিয়ে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাব।’

তিনি আরও বলেন, ‘সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শুনানি চলবে। সেখানে একটি আদালত থাকবে।’

সম্ভাব্য ভেন্যু কোথায় হতে পারে প্রশ্ন করা হলে রব বলেন, ‘মহানগর নাট্যমঞ্চ, প্রেসক্লাব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন বা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলনায়তন, যেখানেই আমরা পাই সেখানেই করব।’

সভায় আরও উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর