বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না: জামায়াত আমির

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-12-06 11:59:59

বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দিবো না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। সব ধরনের উসকানি কিংবা অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবসসময় এক হয়ে লড়াই চালিয়ে যাবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কু‌মিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের আমির বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের উদ্দেশে হাসিল করতে চায়। বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আমরা সবাই এক হয়ে লড়াই করবো। এ দেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছাড় দেবো না। আমরা কোন আগ্রাসন সহ‌্য করবো না।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্যহীন এক দেশ গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। যার যা ধর্ম সে সেটা পালন করবে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান ও ভ‌বিষ‌্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেয়া যায়। এই সরকারের ওপর আমাদের বিশ্বাস ও সহযোগিতা রয়েছে। আশা করি সংস্কার শেষে খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

কর্মী সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এম‌পি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভি‌পি ও কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস‌্য এড জ‌সিম উদ্দিন সরকার, কু‌মিল্লা উত্তর জেলা আমীর অধ‌্যাপক আবদুল ম‌তিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।

এ সম্পর্কিত আরও খবর