বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কঠোর আন্দোলন-সংগ্রাম করেছিলাম, বুদ্ধিজীবীরা তাদের জীবন দিয়েছেন। আমরা সেই স্বাধীনতা প্রকৃতপক্ষে পাইনি। এজন্য গণতন্ত্রের ভীতকে শক্ত করে আমরা লড়াই করে যাচ্ছি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ শাসনের কারণে এ দেশে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র এখনো চলামান রয়েছে। তারেক রহমান গণতন্ত্রের ভিতকে শক্তিশালী কররে লড়াই করে যাচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম; সালাহউদ্দিন আহমেদ; সেলিনা রহমান; মইন উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।