‘আওয়ামী ফ্যাসিস্ট জনগণের অধিকার হরণ করেছে’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-15 21:58:14

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর বলেছেন, মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাস। তবে স্বাধীনতার পর আওয়ামী ফ্যাসিস্ট শাসন জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করেছে। গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের জন্য এখন আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। তবে স্বাধীনতার পর আওয়ামী শাসন বারবার গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ নাজিমুল হক লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু আজম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর