নরেন্দ্র মোদীর বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত: রিপন

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-18 19:38:19

বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়কে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকির সৃস্টি করার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (১৮ ডিসেম্বর) মুন্সিগঞ্জে-২ আসনের লৌহজং উপজেলার মাওয়া, মেদিনীমন্ডল ও যশলদিয়ায় বিজয় দিবস উপলক্ষে পৃথক তিনটি আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, '১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র নিঃসন্দেহে। ভারতীয় প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী মোটেই এর বেশি কিছু নয়। তাই বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদির দেয়া সোশ্যাল মিডিয়ায় বিবৃতি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্বের চেতনার পরিপন্থী।

আসাদুজ্জামান রিপন বিএনপি'র নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভারতের কিছু মানুষ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিযোদ্ধাদের বিজয় অর্জনকে খাটো করে দেখানোর নোংরামিতে নেমেছে। গত ১৬ই ডিসেম্বর সোমবার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রীর দাবি করা বাংলাদেশের বিজয় দিবসকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়' বলে উল্লেখের মাধ্যমে সুকৌশলে নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। পাশাপাশি, বিজয় দিবসটা যে বাংলাদেশের, অথচ সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। যা রীতিমতো উদ্বেগের ও নিন্দাযোগ্য।

তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয় মোদি দাবি করেছেন, এটি শুধু ভারতের যুদ্ধ এবং বাংলাদেশের বিজয় দিবসটাও নাকি তাদের অর্জন! এরফলে নরেন্দ্র মোদীর বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হওয়ায় তা রীতিমতো বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্তের প্রতি হুমকির কারণ হয়ে দাড়িয়েছে। তাই ভারতীয় এই দৃস্টিভংগীর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত।

এর পাশাপাশি সরকারের উচিত ভারতীয় হাই কমিশনারকে ডেকে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদ করা। কিন্তু এখন পর্যন্ত অন্তরবর্তী সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না দেখায় হতাশা প্রকাশ করেন বিএনপি'র এই ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এডভোকেট জি কে গাউস। বক্তব্য রাখেন মোশারফ হোসেন নসু, লুৎফর রহমান পাভেল, সোলায়মান তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর