নতুন কমিটি ঘোষণা করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-22 20:25:38

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন গোল নাহার ইভা ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ফুটবলার খ. ম. জাহাঙ্গীর আলম।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় পল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও সিনিয়র সহ-সভানেত্রী চিত্র তারকা রিনা খান, কবির হোসেন সিদ্দিকী, সহ-সভাপতি অভিনেত্রী শবনম পারভীন, সহ-সভাপতি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, সহ-সভাপতি কণ্ঠশিল্পী কাজী কাকলি, যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহাতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক তমজিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা কারী।

অপর দিকে জিসাসের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হচ্ছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন, আব্দুল মইন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, নুর ইসলাম মনি, সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ,চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, প্রফেসর ডঃ সাহিদা রফিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. সিমকি ইমাম খান ও আকরামুল হাসান মিন্টু। 

নতুন সভাপতি গোল নাহার ইভা বলেন, জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

সহ-সভানেত্রী চিত্র তারকা রীনা খান, বলেন জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আবুল হাসেম রানা ভাই ছিলেন। সারা বাংলাদেশের জিয়ার সৈনিকদের উনি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ছায়াতলে নিয়ে এসেছিলেন। রানা ভাইয়ের যোগ্য উত্তরসূরী গোল নাহার ইভার নেতৃত্বে জিসাস ঐক্যবদ্ধ। 

এ সম্পর্কিত আরও খবর