উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি ক্লিনিকে গিয়েছেন।
এসময়, তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে নিয়ে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর খালেদা জিয়ার সাক্ষাৎ পেয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (৭ জানুয়ারি) কাতারের এক বিশেষ বিমানে বাংলাদেশ ছাড়ার পর বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবইদা রহমান।