কর্মসূচি নিয়ে কর্মীদের তোপের মুখে ফখরুল-মওদুদ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:52:37

বক্তব্য চলাকালে বিভিন্ন স্তরের কর্মীদের তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ সময় কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিএনপির নতুন কমিটি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির বিষয়ে জানতে চান।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে মির্জা ফখরুল ইসলাম ও ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তব্য দেওয়ার সময় উপস্থিত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বলতে থাকেন, ‘হল খালি কেন? কমিটি ভেঙে দেন না কেন? খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নেই কেন?

এ সময় মির্জা ফখরুল তাদের উদ্দেশ্য করে বলেন, ‘কর্মসূচি হবে ধৈর্য ধরেন। কর্মসূচি পালন করতে হবে তো। সব কিছুই হবে। ধৈর্য ধরতে হবে। এখানে হলের মধ্যে বসে চিৎকার করলে হবে না। কথা শুনুন, থামেন আপনারা। আপনাদের
যে ক্ষোভ, যে ব্যাথা সেগুলো আমরা বুঝি। একটা কথা আপনাদের মনে রাখতে হবে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন একটি গণতান্ত্রিক শক্তি লড়াই করে, তখন সহজে সফলতা অর্জন করা যায় না। আপনারা কেন এটা ভাবছেন যে ব্যার্থ হয়েছেন। আপনারা কখনোই ব্যর্থ হন নাই। আজকে আপনারা বিজয়ী হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে আপনারা দেশ ও বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছেন, এরা একটি ফ্যাসিবাদী শক্তি। এরা গণতন্ত্রের কথা শুধু মুখে বলে, কিন্তু বিশ্বাস করে না। এরা কোনোদিনই গণতন্ত্রকে বিশ্বাস করে নাই। এরা বরাবর গণতন্ত্রকে হত্যা করে এসেছে।'

মির্জা ফখরুলের আগে বক্তব্য দেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তার বক্তব্যের সময়ও হলের মধ্যে থাকা কর্মীরা খালেদা জিয়ার মুক্তি চাই বলে শ্লোগান দিতে থাকেন। এবং এটাও বলা হয় যে তাকে নিয়ে কর্মসূচি নেই কেনো?

এ সময় মওদুদ আহমদ বলেন, ‘আমরা তো সবাই এ ব্যাপারে একমত। আপনারা এই যে শ্লোগান দিলেন এটাকে বাস্তবায়ন করতে হবে। আপনারা বেগম জিয়ার কথা শুনতে চান না? আজকে উনি অসুস্থ। এ কথাই বলতে চাচ্ছিলাম আপনাদেরকে। আজকে উনাকে কোর্টে হাজির করতে পারেনি তারা (প্রসিকিউশন)। আজকে তাকে দেখার সৌভাগ্যও হয়নি। তার মুক্তি আমরা চাই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব নয়। একমাত্র আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্তি করা সম্ভব। সেজন্য আমাদের সু-পরিকল্পত ভাবে কর্মসূচি গ্রহণ করতে হবে। যাতে করে আমরা পরাজিত না হই। বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারি। আসুন আমরা শপথ গ্রহণ করি, যে খালেদা জিয়ার মুক্তিই আমাদের একমাত্র এজেন্ডা। তার মুক্তির মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর