গণশুনানির উদ্দেশ্য সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:52:05

সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানোই গণশুনানির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, ‘গণশুনানির মূল উদ্দেশ্য সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো। সংবিধানের ৭ম অনুচ্ছেদে লেখা আছে, জনগণ ক্ষমতার মালিক। ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা স্বাধীনতাযুদ্ধ করে জয়ী হয়েছিলাম। এবার যে নির্বাচন হয়েছে, সেটা নিয়ে প্রার্থীদের অনেকেই ট্রাইব্যুনালে মামলা আকারে ফাইল করেছে। দলের নেতাদের ধারণা হলো নির্বাচনের পদ্ধতি কী ঘটেছে, সেটা জনগণকে জানানো দরকার।’

সু্প্রিম কোর্টের আইনজীবী সমিতির মিলনায়তনে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শুরু হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা বিচারক না। বিচার করার ক্ষমতা আমাদের নাই, কর্তব্যও নাই। বিচার হবে নির্বাচনী ট্রাইব্যুনালে। আর গণ-আদালত বলতে যেটা বলা হয়, সেটার বিচার জনগণ করবে।’

তিনি আরও বলেন, ‘যারা (জনগণ) ক্ষমতার মালিক হিসেবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চেয়েছিলেন, তাদের জানানো উচিত। নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরা উচিত, কী ঘটেছিল। কোর্টে যেটা হবে, সেটার জন্য মামলা ফাইল করা হয়েছে। কিন্তু ক্ষমতার মালিক হিসেবে জনগণকেও জানানো দরকার।’
গণশুনানিতে যে বক্তব্য আসবে, তা পরবর্তী সময়ে বই আকারে প্রকাশ করা হবে বলেও জানান ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা।

শুনানিতে বিচারক হিসেবে মঞ্চে উপস্থিত আছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ড. নুরুল আমিন বেপারী, অ্যাডভোকেট ড. মহসিন রশীদ, সাবেক বিচারপতি আ ক ম আনিসুর রহমান খান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলারা চৌধুরী।

গণশুনানির শুরুতে চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিচারক ছাড়াও শুনানিতে উপস্থিত আছেন, কৃষক-শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র নেতা এবং সারা দেশ থেকে আসা জোটের প্রার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর