পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:34:31

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা পরিজন ও জাতির সঙ্গে একমত, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। এখানে আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি।'

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই দিনে ৫৭ জন বীর সেনা কর্মকর্তাকে এবং ১৭ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। দিনটি আমাদের জন্য ও জাতির জন্য একটি কলঙ্কময় দিন।’

তদন্ত প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যে তদন্তগুলো হয়েছিল সেই তদন্তের রিপোর্ট জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল, সে তদন্ত প্রকাশ করা হয়নি। তবে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন আসে ভয়াবহ এই ঘটনার পেছনে মূলহোতা কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল এই বিষয়গুলো নিরুপণ করা হয়নি।'

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্রের কারণে ৫৭ সেনা সদস্যকে প্রাণ দিতে হয়েছিল। সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন। দিনটিকে স্মরণ করে দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে।'

এ সময়২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল।

এ সম্পর্কিত আরও খবর