‘বিএনপির রাজনীতি খালেদার হাঁটুর ব্যাথায় আটকে আছে’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:42:44

বিএনপির রাজনীতি খালেদা জিয়ার হাঁটুর ব্যাথায় আটকে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপির নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছে। দেখে মনে হচ্ছে মির্জা ফখরুল, রিজভী এরা সবাই একেকজন বিশেষজ্ঞ ডাক্তার হয়ে গেছেন।’

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে খালেদা জিয়ার জন্য কারাগারের মধ্যে একজন সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ দেওয়া আছে ও একজন নার্স নিয়োগ দেওয়া আছে। তার জন্য আলাদা রান্না ঘর আছে এবং বিশেষ বিছানার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় খালেদা জিয়াকে মানবিক দৃষ্টিকোণ থেকে সঙ্গে তার পরিচারিকা ফাতেমাকে দেওয়া হয়েছে। যা বৃটিশ ভারতের ইতিহাসে কোনো কয়েদি কখনো পায়নি। কিন্তু দুঃখের বিষয় এ যে, তারপরও বিএনপির নেতারা খালেদা জিয়ার আসুস্থের বিষয় নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এটি অনেকের পছন্দ না। কারণ, এতে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ে। তারা ফ্লাইওভার দিয়ে যায়, কিন্তু বলে দেশের কোনো উন্নয়ন হয় নাই। তারা শেখ হাসিনার নির্মিত সেতু দিয়ে যায়, কিন্তু বলে দেশের কোনো উন্নয়ন হয় নাই। আবার তারা বলেছিল আওয়ামী লীগ পদ্মাসেতু কখনোই করতে পারবে না। কিন্তু এখন পদ্মাসেতু দৃশ্যমান। এখন আমার প্রশ্ন হচ্ছে পদ্মা সেতু হলে তারা তা ব্যাবহার করবেন কিনা?’

চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘৭৫-এর পরবর্তী সময়ে আলমগীর কুমমুম একজন সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তখন কাউকে সভা সমাবেশ করতে নানা ধরনের প্রতিবন্ধকতা পার করতে হতো। কিন্তু তিনি তা করে দেখিয়েছিলেন। সে সময় তিনি একিটি প্লাটফর্ম তৈরি করেছিলেন। আজকে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হাসান ইমাম, জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, সংগীত শিল্পী রফিকুল আলমসহ সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরও খবর