সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ দখলে নেব: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:43:24

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘যে ঐক্যের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, সেই ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে দেশ দখলে নেব। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে সংবিধান অনুযায়ী দেশ শাসন করব। যেখানে জনগণ দেশের মালিকের ভূমিকা রাখবে।'

শুক্রবার (১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘সাধারণ মানুষ এই দেশের মালিক। যারা এর পাল্টা কিছু বলতে চায়, সে কথা মানুষ মানবে না। আল্লাহর রহমত তাদের উপর নাজিল হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে উচিত কথা বলি, নেতিবাচক কথার মধ্যে যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমাদের (পাকিস্তানিদের) বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয়েছে। তখন বলতে হয়েছে ওদের বঙ্গপোসাগরে ফেলে দেব। ৭১-এর পরেও যখন স্বৈরশাসক এসেছে তখনো একই ভাষা ব্যাবহার করতে হয়েছে। এখন বলি বঙ্গপোসাগরে ফেলে দেওয়ার দরকার নাই। এই দেশটা আমাদের সকলেরই, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা দখলে নেব। গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে নেব, সংবিধানের মধ্যে দেশটাকে শাসন করব, যে ঐক্যের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। জনগণ এ দেশের মালিকের ভূমিকা অবশ্যই রাখবে।'

সরকারের সমালোচনা করে এই সংবিধান প্রণেতা বলেন, ‘সরকার একটা সংকটের মধ্যে আছে। তারা (আওয়ামী লীগ) বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে সরকার চালাচ্ছে। নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলো পালন করা অনেক কঠিন হবে।'

তিনি বলেন, ‘তাদের (সরকারের) মধ্যে আত্মবিশ্বাস নাই। কোটি টাকা খরচ করেও সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় লোক সমাগম করা কঠিন হবে। ভুল কথা বলে, অসত্যের উপর ভর করে, ১৭ কোটি মানুষের দেশ চালানো উচিত না।'

সভায় আরও উপস্থিত ছিলেন- জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর