ইশারায় পানি খেতে চেয়েছেন কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-21 15:19:11

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। জ্ঞান ফেরার পর ইশারায় পানি খেতে চেয়েছেন তিনি। ওই সময় চিকিৎসকরা তাকে নলের মাধ্যমে পানি খেতে দেন।

সোমবার (৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি আরও জানান, দুপুর ১টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে।

এর আগের দিন রোববার (৩ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর কাদেরের হৃৎপিণ্ডে ৩টি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটিতে রিং পরানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় দিনভর ভেন্টিলেটর মেশিনে অচেতন থাকেন তিনি।

এদিকে রোববার রাত পৌনে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় পৌঁছানো সিঙ্গাপুরের তিন সদস্যদের প্রতিনিধি দল হাসপাতালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর