কাদেরকে দেখতে আসছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 07:06:29

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি।

সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে তিনি ঢাকায় আসছেন বলে বার্তা২৪.কমকে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

তিনি জানান, ওবায়দুল কাদের গতকালের চেয়ে এখন অনেক সুস্থ। তাকে দেখতে আজ দুপুরে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি আসছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বার্তা২৪.কমকে জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। দুপুর ১টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে।

রোববার (৩ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর কাদেরের হৃৎপিণ্ডে ৩টি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটিতে রিং পরানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় দিনভর ভেন্টিলেটর মেশিনে অচেতন থাকেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর