কাদেরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে: হানিফ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-27 03:53:26

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে এসে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, কাদেরের শারীরিক অবস্থা এখন ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। তারা আশা করছেন দ্রুত আরোগ্য লাভ করবেন তিনি।

সোমবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিএসএমএমইউ'র মূল ফটকের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদেরকে বিদেশে নেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এখানে একটি মেডিকেল বোর্ড আছে, আমাদের ভিসি সাহেবসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন৷ তারা বোর্ড মিটিংয়ে বসবেন। মিটিং শেষে দুপুর ১টার দিকে তারা প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবেন তাকে বিদেশ পাঠানো হবে কিনা।’

দেবী শেঠি আসার বিষয়ে তিনি বলেন, ‘তার চিকিৎসার বিষয়ে সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বসে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে এখানে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।’

কাদেরের ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভেন্টিলেশন খোলার বিষয়ে দুপুর ১টার দিকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’

এ সম্পর্কিত আরও খবর