মনসুরের ব্যাপারে গণফোরামের সিদ্ধান্ত বিকালে

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:07:42

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করায় তার ব্যাপারে গণফোরাম সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের বৈঠকও ডাকা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় মনসুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিকালে বসছেন দলটির নেতারা। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা শিগগিরই বসছি। সবাই বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বার্তা২৪.কমকে বলেন, ‘বিকাল ৪টায় গণফোরাম আনু্ষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। তার আগে দলের সিনিয়র নেতারা বসবেন।’

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুর বারী হামিম বার্তা২৪.কমকে জানান, গণফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্ট উভয় দিক থেকে ব্যবস্থা নেবে। গণফোরামের নীতি আদর্শের সঙ্গে একমত হয়ে দলের সদস্য পদ নিয়েছেন। তিনি জনপ্রতিনিধি হয়েছেন। দল তাকে নির্বাচিত করেছে মানুষের পক্ষে, দলের আদর্শের পক্ষে কথা বলার জন্য। দলের নীতি আদর্শের পক্ষে না থেকে ভিন্ন একটি আদর্শের সঙ্গে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য চলে গেলেন। এদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, যেহেতু তিনি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপির প্রতীকে নির্বাচিত, সেখানে বিএনপিরও কিছু করার আছে। ব্যবস্থা নিতে বিএনপিকেও এগিয়ে আসতে হবে। বিএনপির প্রতীক, গণফোরামের প্রার্থী। যেহেতু উভয়ের সঙ্গে বেইমানি করেছেন, ঐক্যফ্রন্টের নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের সঙ্গেও বেইমানি করেছেন। আমি মনে করি, কোর্টে গেলেও এ বিষয়ে একটি কঠিন রায় হওয়া উচিৎ, যাতে ভবিষ্যতে কোনো এমপি দল থেকে নির্বাচিত হয়ে দলকে বাদ দিয়ে, দলের গঠনতন্ত্র-আদর্শকে বাদ দিয়ে ফ্লোর ক্রসিং করতে না পারে।’

আরও পড়ুন: ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই শপথ নিয়েছি: মনসুর

আরও পড়ুন: শপথ নিলেন সুলতান মনসুর

এ সম্পর্কিত আরও খবর