গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানো প্রতারণা: আমির খসরু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 00:01:27

‘বার বার গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানো বড় প্রতারণা। কয়েক শতাংশ মানুষকে সুবিধা দিতেই এই প্রস্তাব করা হয়েছে।'

বুধবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। ‘তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস ও বাংলাদেশী জাতীয়তাবাদের মূল উতপাটনের ষষড়যন্ত্র' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, ‘গ্যাসের দাম বাড়াতে বার বার গণশুনানি হচ্ছে। কতো বড় একটা প্রতারণা! গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর থেকে বড় প্রতারণা আর কি হতে পারে? সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ১০ বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা, প্রকৃত ইনকাম কমে গেছে। তার উপর বিদ্যুৎ, গ্যাসের দাম আপনারা বাড়াচ্ছেন। দরিদ্র, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে! যেহেতু তাদের জবাবদিহিতা নাই, তাই তারা (সরকার) সব কিছু উপেক্ষা করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের দুই শতাংশ মানুষের কাছে সব সম্পদ পুঞ্জীভূত। এরা হাজার কোটি, লক্ষ কোটি টাকার মালিক। এদের জন্য সরকারের সব নীতিমালা প্রণয়ন হচ্ছে। এদের মাধ্যমেই সরকার পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে নিম্নগামী যাত্রা।’

বিএনপির নেতাদের মধ্যে সরকার সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে অভিযোগ করে আমির খসরু বলেন, ‘বিএনপি এখন সবচেয়ে শক্তিশালী দল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশের সবচেয়ে জনপ্রিয় বিএনপি। এদিক থেকে কোনো সন্দেহ নাই। তাদের আশা ভরসা হচ্ছে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করা। সেটার সুযোগ আমার হাতে নাই। আমরা এতদিন হাতে হাত রেখে যেভাবে একতাবদ্ধভাবে চলেছি সেভাবেই চলতে হবে এবং এই মুক্তির সংগ্রামে এগিয়ে যেতে হবে।’

ডাকসু নির্বাচন নিয়ে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ডাকসু নির্বাচন দেখেন, নির্বাচন হলে তো আপনি আলোচনা করবেন। নির্বাচন হলে ভাল মন্দের প্রশ্ন আসে। নির্বাচনই তো হয়নি। বাংলাদেশের মানুষের নির্বাচনে কোনো আস্থা নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন। এর থেকে লজ্জাকর রাজনীতিতে আর কিছু হতে পারে? বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিবাদ করে দেখেছেন মেয়র নির্বাচনে। ডাকসু নির্বাচনে রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে তা বস্তায় বস্তায় ধরা পড়েছে। ৪২ হাজার ভোট গুনতে রাত ৩টা বেজে গেছে। আর আমাদের লাখ লাখ ভোট সন্ধ্যা ৬-৭ টার মধ্যেই রেজাল্ট শেষ।’

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতউল্লাহ, কৃষকদল সদস্য মাইনুল ইসলাম, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম,
আয়োজক দলের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর