ভোটাধিকার প্রতিষ্ঠায় গণ-আন্দোলন ছাড়া পথ নেই: ডা. জাফরুল্লাহ 

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 21:06:22

দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সম্মিলিত ও জাতীয়ভাবে গণ-আন্দোলন করতে হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই ব‌লে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কে‌ন্দ্রের প্র‌তিষ্ঠাতা ও ভাসানী অনুসারী প‌রিষ‌দের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শ‌নিবার (১৬ মার্চ) রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ প‌রিষ‌দে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 'ভাসানীর চেতনায় প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির ঐক্য চাই' শীর্ষক সভার আয়োজন করে ভাসানী অনুসারী প‌রিষ‌দ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, ‘দেশে গণতন্ত্রের কবর র‌চিত হ‌য়ে‌ছে। ভোট লুণ্ঠন, ডাকাতি হচ্ছে। এই অবস্থায় মাওলানা ভাসানী বেঁচে থাকলে কী করতেন? আমাদেরকে তাই করতে হবে। তিনি যেভাবে চিন্তা করতেন সেভাবে।’

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ছাত্রদল পাঁচ নম্বরে চলে এসেছে। এত বড় একটা দল তারা পাঁচ নম্বরে চলে আসলো। এত অহংকার ভালো না। ছাত্রদলের উচিত ছিল ছাত্র ইউনিয়ন, সাধারণ ছাত্র পরিষদের সাথে যোগ দেওয়া। অনেক সময় পিছিয়ে আসতে হয়। অন্যের নেতৃত্ব মেনে নিতে হয়।'

ডা. জাফরুল্লাহ বলেন, ‘দেশের ভবিষ্যৎ অত্যন্ত দুর্দিন, কারণ আমরা মাওলানা ভাসানীকে ভুলে গেছি, তার আদর্শকে ভুলে গেছি। তিনি ৭২ এ দেশে ফিরে বলেছিলেন ভারত থেকে সাবধান। কিন্তু আমরা বর্তমানে ভারতের দালালি করি।’

তিনি বলেন, ‘‌জিয়াউর রহমান ঢাকা শহরে মাওলানা ভাসানীর একটি স্মৃতিসৌধ করতে চেয়েছিলেন। যদি বিএনপি জিয়াউর রহমানকে সম্মান করে, তাহলে বিএনপির উচিত প্রতি বছর মাওলানা ভাসানীকে স্মরণ করা। বিএনপি যত বড় দলই হোক না কেন, দে‌শের বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে তারা একলা চলতে পারবে না।’

আয়োজক সংগঠ‌নের প্রে‌সি‌ডিয়াম সদস্য মো. আখতার হো‌সে‌নের সভাপ‌তিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য ও দেশ বাচাও মানুষ বাচাও আ‌ন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপ‌ন, ভাসানী অনুসারী প‌রিষ‌দের সাধারণ সম্পাদক শেখ র‌ফিকুল ইসলাম বাবলু, জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মো. আ‌নোয়ার, ম‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক মহাস‌চিব নঈম জাহাঙ্গীর, ডেমো‌ক্রে‌টিক লী‌গের সাধারণ সম্পাদক সাইফু‌জ্জামান ম‌নির প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর