শোভন ভবিষ্যতে আরো ভালো জায়গায় যাবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:40:22

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, শোভন যা করেছে তা রাজনৈতিক নেতৃত্বের আসল বৈশিষ্ট্য। নির্বাচনে হার জিত থাকবেই তা মেনে নিয়েই চলতে হবে এবং শোভন যথাযথ রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ রেখেছে, ও ভবিষ্যৎ সে আরো ভালো জায়গায় যাবে।

শনিবার (১৬ মার্চ) বিকালে গণভবনে ডাকসুর নব নির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, শোভনের গোটা পরিবারকে আমি চিনি, ওর বাবা উপজেলার চেয়ারম্যান, ওর দাদা গণপরিষদের সদস্য ছিলেন। শোভনের পরিবারের সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত।

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শোভন। কিন্তু তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন। পরে তিনি নুরের জয়কে মেনে নিয়ে তাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক শুরু

এ সম্পর্কিত আরও খবর