মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:11:19

বর্তমান দখলদার সরকার (আওয়ামী লীগ) মানুষের শান্তি ও জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত গণ অনশনে তিনি এ মন্তব্য করেন। কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এ গণ অনশনের আয়োজন করে।

অনশনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তারই প্রমাণ এই আন্দোলন। আমরা দেখছি, দেশে এখন কোনো আইনের শাসন নেই। সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। মানুষকে শান্তি ও জীবনের নিরাপত্তা দিতে এই দখলদার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘এখনো সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন। কারণ তিনি গণতন্ত্রের প্রতীক, একমাত্র তিনিই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন এবং আপনাদেরকেও রক্ষা করতে পারবেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি গতকাল (মঙ্গলবার) কোর্টে গিয়েছিলাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি মিথ্যা মামলার কাজ চলছে অন্ধকার একটি প্রকোষ্ঠে। আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গেয়েছিলাম। তিনি এতো অসুস্থ যে, উনি মাথা সোজা করে বসতে পারছেন না! তার সমস্ত শরীরে যন্ত্রণা ও ব্যথা। তিনি কিছুই খেতে পারছেন না। আর কিছু খেলেও সেটা থাকছে না। তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

আর বসে থাকবার সুযোগ নেই জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘এটা (অনশন) কোনো ছোট কিছু নয়। এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ এটা ছোট খাটো সংগ্রাম ও লড়াই নয়। এটা হচ্ছে, আমাদের অস্তিত্বের লড়াই। অনেকেই বলেন, এই সংকট বিএনপির, কিন্তু না, এটা সমস্ত জাতির সংকট। আসুন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই।’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনশনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর