বিএনপি দ্বৈত নীতিতে চলছে: হানিফ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 07:13:05

কথা আর কাজের মিল না থাকায় বিএনপির রাজনীতি দ্বৈত নীতিতে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (২৪ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ইনোভেশন অ্যান্ড কমার্সিয়ালাইজেশন ইন দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন পারসপেকটিভ বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি এ সেমিনারের আয়োজন করে।

হানিফ বলেন, ‘আপনারা একদিকে বলেন, আইনের শাসনের কথা, আর যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়া আদালত কর্তৃক অভিযুক্ত হয়ে কারাগারে থাকেন তখন আপনারা বলেন, তাকে (খালেদা) মুক্ত করা হবে। আপনাদের আসলে কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই। কী চান আপনারা, সেটা নিজেরাও জানেন না। আইনের শাসন বলবেন আবার বিচার হলে বিচার মানবেন না, এই ধরনের দ্বৈত নীতি থেকে সরে আসতে হবে।’

উপজেলা নির্বাচনে ভোটাদের উপস্থিতির বিষয়ে হানিফ বলেন, ‘৪০ শতাংশ ভোটার উপস্থিতি থাকলে, একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। আমরা পশ্চিমা দেশগুলোর নির্বাচনের দিকে তাকাই, তাদের যে কোনো নির্বাচনে ১২ বা ১৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয়? ২০ থেকে ২৫ শতাংশ ভোট কাস্ট হলে সেখানে অনেক ভোট হিসেব করা হয়।’

তিনি আরও বলেন, ‘যেহেতু বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, সেহেতু এখানে ভোট কাস্টিংটা একটু বেশি হয়। সেই হিসেবে ৪৫ শতাংশ যথেষ্ট।,

হানিফ বলেন, ‘আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা নির্বাচনে অংশ নেন নাই কেন? আপনারা নির্বাচনে অংশ নিলেই তো ভোটের কাস্ট আরও বেড়ে যেত। আপনারা চান অধিক সংখ্যক ভোটার আসুক আবার নির্বাচনেও অংশ নেবেন না।’

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের মানুষ বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে চায় জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের মানুষ একবার স্বপ্ন দেখেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আস্থা রেখে। দ্বিতীয়বার জাতি আবার স্বপ্ন দেখছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে। সেই স্বপ্ন হচ্ছে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলার।’

এ সম্পর্কিত আরও খবর