মাহবুব তালুকদার কি ব্যক্তিগত মত দিতে পারেন?- প্রশ্ন তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 11:10:16

নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক বক্তব্যের বাইরে গিয়ে কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত মত দিতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রতি সম্মান রেখে বলতে চাই, একজন কমিশনার কমিশনের সার্বিক বক্তব্যের বাইরে গিয়ে ব্যক্তিগত মতামত দিতে পারে কিনা সেটি বড় প্রশ্ন।’

সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে। বিএপি নির্বাচনে আসলে উপস্থিতি আরেও ভালো হতো। তবে এখনো যা হয়েছে সন্তোষজনক। প্রথম ধাপে ৪৩ ও দ্বিতীয় ধাপে ৪১ শতাংশ হয়েছে। এবারেও ৪০ শতাংশের উপরে ভোট পড়েছে বলে জেনেছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে পালাতে পালাতে রাজনীতি থেকে পালাতে হয় কিনা, সেই আশঙ্কা রয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বলেছেন, সরকার বিএনপি-ঐক্যফ্রন্ট ভাঙার চেষ্টা করছে, তেল আর পানি যেমন এক করা যায় না, ঐক্যফ্রন্টে ডান-বামদের মিশ্রণ হয়েছে। এটি ভাঙতে উদ্যোগের দরকার নেই। আমরা চাই তারা টিকে থাকুক, গণতান্ত্রিক অবস্থা বজায় থাকুক।

তিনি বলেন, ‘বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতার অভাব, নির্বাচনে অংশ না নিয়ে আত্মহননের সিদ্ধান্ত ও নির্বাচন ভোটে অংশ নিলেও সক্রিয় না থাকা এটি তাদের বড় সমস্যা। একটি গণমুখী দল নির্বাচনে অংশ না নিলে টিকে থাকে না।’

তিনি আরও বলেন, ‘পশ্চিম বাংলায় স্থানীয় নির্বাচনে ৩০ শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দুই বছর আগে কলকাতা সিটি নির্বাচনে মেয়র পদে রুপা গাঙ্গুলী সভা থেকে পালিয়ে ঘরে লুকিয়ে ছিল, আমাদের দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।’

এ সম্পর্কিত আরও খবর