সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-24 04:09:09

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, সংকিত। সরকার আমাদের কথার কোনো কর্ণপাত করেনি। খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসা নিতে চাননি। তাই দাবি করছি তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হোক।’

সোমবার (১ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউ’তে নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি কারাগারে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। গতবার যখন তাকে হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয় তখন ছাড়পত্র ছাড়াই নেওয়া হয়েছে। তারপর থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। এবং কতৃপক্ষ সেখানে যাননি। প্রায় ৪ মাস পর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলে চিকিৎসকরা তার রক্ত পরীক্ষা করতে যায়, সেই রক্ত পরীক্ষার প্রায় এক মাস পর আজকে তাকে হাসপাতালো আনা হল।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করব সরকার যেন এখানে সর্বোত্তম চিকিৎসা এবং একটা সুষ্ঠু পরিবেশ তাকে দেওয়া হয়। আমরা আগেও বারবার বলেছি এখানে এমন ব্যবস্থায় তাকে যেন রাখা না হয়, যাতে তিনি মনে করেন বন্দী অবস্থায় তার চিকিৎসা হচ্ছে। তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার প্রয়োজন। তার ব্যক্তিগত চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করার সুযোগ দেওয়া হোক।’

তাকে জোর করে এখানে আনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘এটা আমরা জানি না। তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করাই বেশি গুরুত্বপূর্ণ।’

এর আগে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বহনকারী আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর রওনা হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে গাড়িবহর হাসপাতালে প্রবেশ করে। কালো রঙয়ের জিপ থেকে নামিয়ে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়। এ সময় খালেদা জিয়ার সেবিকা ফাতেমা বেগমকেও দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর