ডাক্তারের চেয়ে বিএনপি নেতারা ভালো বোঝেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 12:30:44

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিদেশিদের কাছে বিএনপির নেতাদের ধর্ণা দেওয়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপির বড় বড় নেতাদের কথায় মনে হচ্ছে, ডাক্তারদের চেয়ে উনারা ভালো বোঝেন।'

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় গণসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিদেশিদের কাছে যেভাবে তারা ধর্ণা দিচ্ছে, তাতে বিদেশিরা খালেদার জিয়ার চিকিৎসা করবেন? তা তো নয়। খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আগের চেয়ে ভালো অনুভব করছেন। সুতরাং বিএনপিকে বলবো, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি পরিহার করতে।'

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি শুনে এবং জেনে আশ্চর্য হয়েছি! বিএনপি চেয়ারপারসনের বাসায় গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ অবৈধ। এই লজ্জা শুধু খালেদা জিয়ার নয়, এই লজ্জা পুরো বিএনপির। এতেই প্রমাণিত হয়, বিএনপি অবৈধভাবে পরিচালিত হয়।’

তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন। তাকে মুক্ত করার পথ হচ্ছে আইন এবং আদালত। আইন-আদালত ব্যাতিরেকে খালেদা জিয়াকে অন্য কোনো উপায়ে মুক্ত করার সুযোগ নাই।

বিএনপি'র আন্দোলনের ডাক এখন মানুষের কাছে এখন হাস্যকর মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বহুবার আন্দোনের কথা বলেছে। তাদের এই সময়ে সময়ে আন্দোলনের কথা বলা ঈদের আগে ঈদের পরে... এগুলো মানুষের কাছে হাস্যকর।’

উল্লেখ্য, শিল্পকলা একাডেমিতে আয়োজিত তিন দিনব্যাপী দ্বিতীয় এই গণসঙ্গীত উৎসব চলবে আগামী রোববার (৭ এপ্রিল) পর্যন্ত চলবে। ‘বিভেদ কূটচাল, ভেঙ্গে করো চুরমার, সংগ্রামী ঐক্য- মানবতা জাগবেই' এই স্লোগানে উৎসবের আয়োজন করেছে করে গণসঙ্গীত উৎসব উদযাপন কমিটি।

এ সম্পর্কিত আরও খবর