আইনি প্রক্রিয়ায় খালেদার মুক্তি সম্ভব নয়: মওদুদ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 00:22:03

আদালতে সরকারের প্রভাব থাকায় আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার (৭ এপ্রিল) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আইনজীবী হিসেবে আপনাদের বলবো, আইনি প্রক্রিয়ায় দেশনেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করা সম্ভব হবে না। আপনারা যদি চান, একমাত্র আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব।'

তিনি বলেন, 'আজকে কুমিল্লার একটি মামলায় আদালত জামিন বহাল রেখেছেন, এটা একটা সুসংবাদ। তবে আন্দোলন ছাড়া নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, দেশনেত্রী খুব শিগগিরই মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।'

আরও পড়ুন: খালেদার ‘সুচিকিৎসা’ ও মুক্তির দাবিতে 'ইনডোর' গণঅনশনে বিএনপি

আরও পড়ুন: বিএনপির গণঅনশনে ঐক্যফ্রন্টের সংহতি

আরও পড়ুন: খালেদা জিয়া ভালো নেই, দাবি বিএনপি নেতাদের

এ সম্পর্কিত আরও খবর