জোটের শরিকদের সান্ত্বনা দিল বিএনপি

বিএনপি, রাজনীতি

শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 03:21:03

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের কেউ বিশেষ গুরুত্ব পাওয়ার কোনো বিষয় নেই। জোট আছে থাকবে বলে শরিকদের সান্ত্বনা দিয়েছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট পাশাপাশি থেকে আন্দোলন করবে বলে জানা গেছে।

সোমবার (৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শরিকদের কোনোভাবেই অবমূল্যায়ন করা হচ্ছে না। বৃহত্তর ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। এতে করে বিএনপির পুরনো মিত্রদের ভুলে যায়নি, তাদের মূল্যায়ন আগের মতই রয়েছে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ২০ দলীয় জোটের নেতাদের আলাদা আলাদা বক্তব্যে প্রকাশ পায় জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপি বেশি গুরুত্ব দিচ্ছে। এতে বিএনপির ওপর তারা নাখোশ।

তবে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্ময়ক নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ২০ দলীয় জোট আগে হয়েছে, আর জাতীয় ঐক্যফ্রন্ট পরে হয়েছে। জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ফ্রন্টের মুখপাত্র হয়েছেন। এই দুই জোট পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তিতে আন্দোলন চালিয়ে যাবে। এখানে কেউ বিশেষ গুরুত্ব পাওয়ার কোনো বিষয় নেই।’

অপরদিকে ডেমোক্রেটিক লীগের নেতা সাইফুদ্দিন মুনি বার্তা২৪.কমকে বলেন, ‘নির্বাচন নিয়ে সবাই একটু নাখোশ ছিল, তবে এখন সেরকম নেই। মহাসচিব আমাদের বলেছেন, আমরা সবাই জোটে আছি, থাকব।’

বৈঠকের বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল সাঊদ মতিন বার্তা২৪.কমকে বলেন, ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন বিএনপি শুরু করেছে। এখন ২০ দলেরও নামতে হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সান্ত্বনার আর শেষ নাই, আমাদের দলে মাত্র একটা নমিনেশন দেওয়া হয়েছিল, দুঃখ তো মনে আছেই। মহাসচিব আমাদের বুঝাইলেন।’

বৈঠকে ২০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিমসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর