ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে তারেক-ফখরুলের শোক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:05:58

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ এপ্রিল) সকাল সোয়া ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘খ্যাতিমান আইনজীবী, আইন প্রণেতা ও সরকারের নানা দফতরের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে ব্যারিস্টার আমিনুল হক যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আইন ও রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ। রাজনীতিবিদ মরহুম আমিনুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নীতির প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি।’

তিনি বলেন, ‘বর্তমান দুঃসময়ে ভয় ও আশঙ্কা বিরাজমান পরিবেশে ব্যারিস্টার আমিনুল হকের মতো একজন বলিষ্ঠ আইনজীবীর উপস্থিতি খুবই আবশ্যক ছিল। তার মৃত্যু আমাদের মধ্যে গভীর শূন্যতার সৃষ্টি করবে।’

এ সময় তিনি মরহুম আমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ সম্পর্কিত আরও খবর