শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপির শোক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:10:59

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ৩টি গির্জা ও ৪টি হোটেলে খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ পালনকালে সন্ত্রাসীদের সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত ও দুই শতাধিক আহতের ঘটনা ঘটেছে।

রোববার (২১ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শ্রীলঙ্কায় সংঘটিত এটি স্মরণকালের একটি ভয়ঙ্করতম পৈশাচিক বোমা হামলা। বর্তমানে বিশ্বব্যাপী দুষ্কৃতিকারীরা নরপিশাচরুপে আবির্ভূত হয়েছে। এরা শান্তিময় বিশ্বকে ভয়াল দ্বীপে পরিণত করতেই আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় আজকের এই গভীর সংকটময় মূহুর্তে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীলঙ্কা সরকার ও জনগণের পাশে আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সে দেশের সরকার ও জনগণ এই লোমহর্ষক ঘটনায় সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’

কাপুরুষের মতো এই বর্বরোচিত হামলা চালিয়ে মানুষ হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-ভাষা-কৃষ্টি ও গণতন্ত্রমণা সকলকে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় বহু মানুষ হতাহতের খবরে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। আমি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি শোকাহত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।’

আরও পড়ুন: কলম্বোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৬

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটস অ্যাপ বন্ধ, কারফিউ জারি

এ সম্পর্কিত আরও খবর