সরকারের সাথে জাপার বিবাদ নেই: রাঙ্গা

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-22 13:15:15

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘‘দেশের উন্নয়নই জাতীয় পার্টির লক্ষ্য। বিরোধী দল আর সরকার মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সরকার যা চায়, আমরাও তাই চাই। এ কারণে জাতীয় পার্টির সাথে সরকারের কোনো ঝগড়া-বিবাদ নেই।’’

সোমবার (২২ এপ্রিল) বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত পার্লামেন্টে আমাকে মন্ত্রী করেছিলেন। আওয়ামী লীগে তো অনেক বড় বড় নেতা ছিলেন, তারপরও আমাদের পার্টি থেকে আমাকেসহ বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল। এর কারণ- বিরোধী দল আর সরকার মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে।’’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘‘উন্নয়ন থেমে থাকবে না। সরকার গ্রামকে শহরের আঙ্গিকে সাজাতে চায়। গঙ্গাচড়ার প্রত্যেকটি এলাকার উন্নয়ন হবে। এই উন্নয়নের জন্য আমাকে যেখানে যেতে হবে, আমি যাব। অতীতেও আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকব।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাপার সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, রংপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান ও জেলা যুব সংহতির অন্যতম নেতা শাহিন হোসেন জাকির প্রমুখ।

এর আগে দুপুরে গঙ্গাচড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়নে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে বেতগাড়ী, নোহালী, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নে প্রায় সাড়ে ছয় কিলোমিটার পৃথক ছয়টি রাস্তা পাকাকরণ ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মসিউর রহমান রাঙ্গা।

এ সম্পর্কিত আরও খবর