শপথ ইস্যুতে দলীয় সিদ্ধান্তেই থাকতে চান বিএনপির আমিনুল

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রক করেসপন্ডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-31 22:02:16

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন হতে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বিএনপি নেতা আলহাজ আমিনুল ইসলাম বলেন, 'জনগণের দাবি-আমরা শপথ গ্রহণ করে সংসদে যায়। সংসদে গিয়ে জনগণের দাবির কথা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা তুলে ধরি। তবে আমি ব্যক্তিগতভাবে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দল যে নির্দেশনা দেবে সেটিই আমার সিদ্ধান্ত।'

একাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন বিএনপি প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

তবে অনেক জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সংসদ ভবনে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনে বিজয়ী বিএনপি নেতা জাহিদুর রহমান।

এতেই আলোচনায় আসেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন হতে নির্বাচিত আলহাজ আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ হতে বিজয়ী বিএনপি নেতা হারুনুর রশীদের নাম।

আরও পড়ুন: ‘মানুষের চাপে দলীয় সিদ্ধান্তের বাইরেই শপথ নিয়েছি’

আরও পড়ুন: জাহিদের শপথগ্রহণ নিয়ে ঠাকুরগাঁওয়ে মিশ্র প্রতিক্রিয়া

এ সম্পর্কিত আরও খবর