সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছেন বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ উকিল আবদুস সাত্তার। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি তিন জনের সাথে কথা বলে জানা গেছে, তারা তারেক রহমানের কোনো ফোন পাননি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি ছয় সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত ছিল হাইকমান্ডের। কিন্তু দলীয় ওই সিদ্ধান্ত না মেনে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান গত ২৫ এপ্রিল এমপি হিসেবে শপথ নেন। যাকে গণদুশমন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) উকিল আবদুস সাত্তার বার্তা২৪.কমকে বলেন, 'শপথ না নেওয়ার ক্ষেত্রে দলের সিদ্ধান্তের মধ্যেই থাকব।’
শপথ না নিতে লন্ডন থেকে তারেক রহমান তাকে ফোন করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, ফোন দিয়েছিলেন। তিনি শপথ না নেওয়ার কথা বলেছেন।’
এদিকে, বগুড়া-৪ আসনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন বার্তা ২৪.কমকে জানান, তারেক রহমান তাকে ফোন করেননি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি শপথ নেবেন না বলেও জানান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন উর রশীদের সঙ্গে বার্তা২৪.কমের কথা হলে, তিনি শপথ নেবেন কিনা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘এখন পর্যন্ত দলের সিদ্ধান্তেই আছি। দেখা যাক, আরও সময় আছে, কি হয়। আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেইনি।’
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম তারেক রহমানের ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত দলের সিদ্ধান্তে আছি। শপথ নেওয়ার সিদ্ধান্ত নেইনি। দেখা যাক এখনো কিছু সময় আছে, আল্লাহ ভরসা।’
এদিকে বিএনপি দলীয়ভাবে শপথ নেবে না এটা নিশ্চিত। এ ব্যাপারে শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’