সুবীর নন্দী সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 10:18:00

একুশে পদক প্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সাংস্কৃতিক অঙ্গনের একজন কিংবদন্তী বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'সুবীর নন্দীর মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।'

মঙ্গলবার (৭ মে) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেছেন, 'সুবীর নন্দীর কণ্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান বহুদিন মানুষের মনকে আন্দোলিত করবে। গানের জগতে তার অসামান্য অবদান অবিস্মরণীয়। সঙ্গীত অনুরাগী মানুষের হৃদয়ের কেন্দ্রস্থলে ছিল সুবীর নন্দীর স্থান।'

তিনি বলেন, 'তার গাওয়া গান এতই জনপ্রিয় ছিল যে, গানের অনেক কথা ও সুর মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে।'

তিনি সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সম্পর্কিত আরও খবর