বুদ্ধ পূর্ণিমায় ফখরুলের শুভেচ্ছা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 16:32:26

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘ জীবন কামনা করেন।

শুক্রবার (১৭ মে) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, ‘বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ অহিংসা ও মানুষে মানুষে গভীর ভালবাসার বাণী প্রচার করে গেছেন। তিনি তার অনুসারীদের চিরন্তন বাণীতে মানব কল্যাণে ব্রতী এবং জীবের প্রতি প্রেম দেখাতে উদ্বুদ্ধ করে গেছেন।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশসহ সারাবিশ্ব রক্তপাত, হানাহানি, সংঘাত ও সংঘর্ষে মানবজাতি ক্ষতবিক্ষত। এই দুর্যোগময় মূহুর্তে গৌতম বুদ্ধের হিতোপদেশ মানুষকে অহিংসার পথে, ন্যায়ের পথে চালিত করবে। শান্তি, সম্প্রীতি ও মানবপ্রেম সকল ধর্মের মর্মবাণী। আমার দৃঢ় বিশ্বাস আজও বিশ্বে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের বাণী অতীব প্রাসঙ্গিক।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠী একীভূত হয়। বাংলাদেশী জাতীয়তাবাদই সকলকে একই বন্ধনে আবদ্ধ করে। পরস্পরের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি করে।’

‘বাংলাদেশের এই দুর্দিনে মানুষ এখন চরম দুর্দশাগ্রস্ত। দেশের সবচেয়ে বরেণ্য ও জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। আমাদেরকে অবিলম্বে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই মূহুর্তে মহামানব গৌতম বুদ্ধের বাণী আমাদেরকে সামনের সুদিনের পথে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। আমি বুদ্ধ পূর্ণিমার সাফল্য এবং বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের সুখী ও শান্তিময় জীবন কামনা করি।’

 

এ সম্পর্কিত আরও খবর