‘সরকার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 08:30:52

বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর কারণেই এ দেশের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, `খুব পরিকল্পিতভাবেই সরকারের লোকেরা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টর করছে।'

রোববার (১৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'দেশের জনগণকে সচেতন থাকতে হবে। কোনোভাবেই বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বুনন যাতে নষ্ট না হয় সেজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।'

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, 'নিরুদ্দেশ গণতন্ত্র যাতে ফিরে না আসে সেজন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। উনাকে আটকিয়ে রাখার জন্য পাকাপোক্ত বন্দোবস্ত শুরু করেছেন। বিএনপি চেয়ারপারসনকে পিজি থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য নানা তোড়জোড় শুরু হয়েছে।'

তিনি আরও বলেন, ‘দেশের আইন আদালত, প্রশাসন সবই শেখ হাসিনার চোখ রাঙানির কাছে তটস্থ। সুতরাং ন্যায় বিচার পাওয়ার আর কোনো জায়গা নেই।'

জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আবুল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান শামীম, মুফতী এ বি এম শরিফ উল্লাহ, ক্বারী সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর