সরকার কি খালেদা জিয়াকে কারাগারে হত্যা করতে চায়?- মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:14:52

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বার বার বলার পরও সরকার খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। তিনি আগের চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। সরকার কি চিকিৎসা না দিয়ে তাঁকে কারাগারের মধ্যেই হত্যা করতে চায়?’

শুক্রবার (২৪ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি এ কথা ব‌লেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া আগে বাম হাত নাড়াতে পারতেন না, এখন ডান হাতও নাড়াতে পারছেন না। সাহায্য ছাড়া তিনি বেড থেকেও উঠতে পারছেন না। খালেদা জিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন। ইনসুলিন নেওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় আইনিভাবেই জামিন পেতে পারেন। কিন্তু সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তিনি যেনো জামিনে মুক্তি না পান সেজন্য সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। যা অমানবিক, মানবাধিকার ও সংবিধানের লঙ্ঘন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকার কি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারের মধ্যেই মেরে ফেলতে চায়? তাকে কি হত্যা করতে চায়? এতো দুর্বলতা কেন? নিজেদের প্রতি এতো আস্থার অভাব কী জন্য? তারা নির্বাচনের আগের রাতেই তাদের মতো করে ফল নিয়ে গেছেন। জণগনের সমর্থন তাদের নেই। তাই খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

‘সরকারের উদ্দেশে বারবার বলেছি তাঁকে উন্নত চিকিৎসা দিতে। কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা বলেছি বাইরে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিএনপি বহন করতে রাজি আছে, কিন্তু তবুও সরকার কোনো সাড়া দিচ্ছে না।'

বিএনপির সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সাজাপ্রাপ্ত হয়েও বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু খালেদা জিয়া জামিনপ্রাপ্ত হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কারণ তিনি আইনগতভাবে এটা প্রাপ্য। অন্যথায় খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এর দায় সরকারকে বহন করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর