তিস্তাসহ অমীমাংসিত বিষয় সমাধানের আশাবাদ আ’লীগের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:21:52

ভারতে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজিপি ‘ভূমিধস বিজয়’ অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদি পুনরায় সরকার গঠন করায় ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানর প্রক্রিয়া গতি পাবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

শুক্রবার (২৪ মে) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের তিনি এসব কথা বলেন। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়।

ভবিষ্যতে মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতে নরেন্দ্র মোদি এবার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি এবার স্পেকুলেশনকেও ছাড়িয়ে গেছেন, ভূমিধস বিজয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে টুইটার বার্তা পাঠিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘এর আগে মোদি সরকারের সঙ্গে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে, মোদি সরকারের সাহসিকতা ও বিচক্ষণতার প্রমাণ দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান। আশা করি আমাদের সঙ্গে তিস্তা যুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের যে প্রক্রিয়াটা আছে, সে প্রক্রিয়াটা আরও দ্রুত হবে।'

সরকার খালেদা জিয়াকে জেলখানায় বিনা চিকিৎসায় মেরে ফেলতে চায়- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার অমানবিক নয়। খালেদা জিয়া আইনগত কারণে হয়তো কারাগারে রয়েছেন। কিন্তু তাঁকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে হবে; এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর কাজ সরকার করবে না।’

সম্পাদকমণ্ডলীর সভায় আলোচনার বিষয়ের কাদের বলেন, ‘মুজিব বর্ষ পালন ও আগামী অক্টোবরে দলের জাতীয় সম্মেলন আর সম্মেলন ঘিরে আওয়ামী লীগের সাংগঠনিক সফর নিয়ে আলোচনা হয়েছে। ঈদের পরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আইন বিষয়ক সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর